Ameen Qudir

Published:
2016-12-28 17:40:50 BdST

ডাক্তার সারারাত ঘুমহীন: রোগীর আত্মীয় ১২টা বাজতেই ঘুমের জন্য পাগল



মারুফ রায়হান খান , ইন্টার্ন চিকিৎসক
___________________________


ওয়ার্ডের পরপর দুজন রোগীর হাজব্যাণ্ড এসে বলছেন, রাতে ঘুমাবেন কোথায়? আমার সাথে নাকি পরামর্শ করতে এসেছেন। এটা তো মহিলাদের ওয়ার্ড, এখানে তো আর পুরুষ লোক ঘুমানো যাবে না। তো তাদের এখন ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে!

আর এই ব্যবস্থার দায়িত্ব আমারই বা কেন হবে তাও বুঝলাম না! যাহোক আমাদের ইন্টার্ন রুমের বেডের দিকে দেখি তাদের একজন লোভাতুর দৃষ্টিতে বারবার তাকাচ্ছে।

আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। না যেন বলে , ডাক্তারভাই এখানে একটু ঘুমাই! আমি আবার 'না' বলতে পারি না সহজে।

অগত্যা বললাম, একটা রাত একটু নাহয় কষ্টই করেন, আত্নীয়-স্বজন অসুস্থ হলে তো একটু কষ্ট করতেই হয়।


না, ঘুমানোর জায়গা লাগবে। পরে বললাম, দেখেন ওয়ার্ডের বাইরে কিছু চেয়ার (৩টা করে চেয়ার জয়েন্ট করা) পাতা আছে, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন।

মনে মনে ভাবি, আপনার রোগীর জন্যে যদি আমরা সারারাত জেগে থাকতে পারি, আধাঘণ্টা পরপর ফলো-আপ দিতে পারি--আপনার ওয়াইফের জন্যে আপনি একটু জেগে থাকতে পারেন না! কেন রাত ১১টা/১২টা বাজতে না বাজতেই ঘুমের জন্যে পাগল হতে হবে! আজই তো এলেন!

____________________________

 

মারুফ রায়হান খান , ইন্টার্ন চিকিৎসক , এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়