Ameen Qudir

Published:
2016-12-25 05:28:35 BdST

বিএসএমএম ইউর নার্সিং অনুষদের নতুন ডীন অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া


শৈলেন দে অপু
___________________________


মেডিক্যাল টেকনোলজি অনুষদের নতুন ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিুকর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের নতুন ডীন হিসেবে প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়াকে এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদের নতুন ডীন হিসেবে সাবেক সহকারী প্রক্টর ও বর্তমানে রেসপাইরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

২৪ ডিসেম্বর ২০১৬ সকাল ৯টায় উপাচার্য  কার্যালয়ে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএস জাকারিয়া স্বপন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, অতিরক্তি রেজিস্ট্রার-১ অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার- ২ ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়