Ameen Qudir

Published:
2019-02-15 23:15:45 BdST

বিএসএমএমইউ’র অডিটরিয়াম প্রয়াত ডা. স্বপনের নামে করার দাবি


 


সংবাদদাতা
______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সংশপ্তক উপ-উপাচার্য ও চিকিৎসক নেতা প্রয়াত ডা. জাকারিয়া স্বপনের নামে বিশ্ববিদ্যালয়ের একটি অডিটরিয়ামের নামকরণ করার দাবি জানানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারী বিএসএমএমইউ অডিটরিয়ামে তার প্রথম মৃত্যু বার্ষিকে স্মরণ সভায় এই দাবি জানানো হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে এক বছর আগে অকাল প্রয়াত হন ডা. জাকারিয়া স্বপন। তিনি ছিলেন সর্বপ্রিয় ও অজাতশত্রু। বক্তারা কর্মের স্মৃতিচারণ করে বলেন, চিকিৎসক ও নেতা হিসেবে রোগীদের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করতেন ডা. স্বপন। অসুস্থ হওয়ার পরে নিশ্চিত মৃত্যু জেনেও কখোনো মানসিক ভাবে ভেঙ্গে পড়েন নি । তার কাজ যথাযথ ভাবে পালন করে গেছেন। এজন্য তিনি সংশপ্তক।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডা. এম এ আজিজ প্রমুখ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়