Ameen Qudir

Published:
2019-01-23 22:06:50 BdST

BSMMUকোর্স সমন্বয়ের নামে বিএসএমএমইউর কোন কোর্স বাতিল হচ্ছে না


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
________________________________

বিএসএমএমইউ তে মঙ্গলবারের একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ে চলমান কোর্স বাতিলের বিরুদ্ধে মতামত দিয়েছেন একাডেমিক কাউন্সিলের অধিকাংশ সদস্য। সুতরাং কোর্স সমন্বয়ের নামে এই বিশ্ববিদ্যালয়ের কোন কোর্স আর বাতিল হচ্ছে না।
সব আপাততঃ আগের নিয়মেই চলবে।

বিশ্ববিদ্যালয়ের কোর্স বাতিলের এই পরিকল্পনা নতুন নয় আগেও আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ফেলোরা বেশ কয়েকবার এমন চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি।

এবার একই ব্যাক্তি বিসিপিএস এবং বিএসএমএমইউ'র প্রতিষ্ঠান প্রধান হওয়ায় অনেক সিনিয়র ফেলোরা এই সুযোগটা কাজে লাগিয়ে তার মাথায় কাঠাল ভাঙতে চেয়েছিলেন কিন্তু তারা তা পারেননি।

বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের ভিতরে বাইরে বিভিন্ন অফিসিয়াল আনঅফিসিয়াল বৈঠকের আলোচনায় আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ফেলোদের এই 'কাঠাল ভাঙা'র মানসিকতা ফুটে উঠেছে যা আজ প্রমানিত সত্য। এমনকিছু ডকুমেন্টও আমাদের হাতে এসেছে।

ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান প্রধানকে যিনি শেষ পর্যন্ত তার মাথায় কাঠাল ভাঙার সুযোগ দেননি।

হয়তো এবারই শেষ নয় আবারো এমন চেষ্টা হতে পারে।
তাই আমরা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র ফেলোদের বলতে চাই আমরাও চলমান বিভিন্ন কোর্সের সমন্বয় সংক্রান্ত এই সঙ্কটের একটা স্থায়ী সমাধান চাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোন কোর্স বাতিল করে সেই সমাধান কখনো কাম্য হতে পারেনা।

কেউ কেউ বলে থাকেন জেনারেল ডিসিপ্লিনগুলোতে(জেনারেল সার্জারী, ইন্টারনাল মেডিসিন, জেনারেল পেডিয়াট্রিকস, গাইনী-অবস) একইসাথে দুই প্রতিষ্ঠানে(বিসিপিএস ও বিএসএমএমইউ) কোর্স চলতে পারেনা।
একারনেই তারা চান বিশ্ববিদ্যালয়ের এই ডিসিপ্লিনগুলোতে এমডি এমএস কোর্সগুলো বন্ধ করে শুধুমাত্র বিসিপিএসে এই কোর্সগুলোর ফেলোশিপ চালু রাখতে!

এটা কেমন অবিচার!

'দুই প্রতিষ্ঠানে একইসাথে একই সাবজেক্টে কোর্স চলতে পারেনা' এই যুক্তিতে যদি আপনারা কোর্স বন্ধ করতে চান তাহলে তো সবার আগে এই সাবজেক্টগুলোতে বিসিপিএস'র ফেলোশিপই বন্ধ করতে হয়।

কারন বিসিপিএস'র না আছে নিজস্ব জনবল,
না আছে টিচিং স্টাফ, না হয় নিয়মিত ক্লাস,
এমনকি তাদের নিজস্ব হাসপাতালও নেই, রুগিও নেই!
তারা এই বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ হাসপাতালগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল।

পক্ষান্তরে বিএসএমএমইউ'র আছে নিজস্ব জনবল, আছে নিজস্ব টিচিং স্টাফ,
এখানে নিয়মিত ক্লাস হয়,
এখানে আছে নিজস্ব হাসপাতাল, নিজস্ব রুগি।

মোট কথা এই বিশ্ববিদ্যালয় কারোর উপর নির্ভরশীল নয় অথচ আপনারা এই বিশ্ববিদ্যালয়েরই চলমান কোর্স বন্ধ করার সুপারিশ করছেন!
আজব স্বার্থান্বেষী আপনাদের সুপারিশ!!

চরমতম আশ্চর্যের বিষয় হলো বিসিপিএস কর্তৃক প্রদত্ত এফসিপিএস একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও চালু নেই,
পৃথিবীর আর কোন দেশে এর কোন স্বীকৃতিও নেই।
বস্তুতঃ এটা কোন ডিগ্রিই না, এটা শুধুমাত্র একটা ফেলোশিপ।

তাহলে বলবেন কি পাকিস্তানী এই প্রেতাত্মার প্রতি আপনাদের এতো আহ্লাদ কেন ?
____________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়