Ameen Qudir

Published:
2019-01-11 06:26:46 BdST

সেবা বিএসএমএমইউ'কে চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান করার শপথ নিন: উপাচার্য


 



ডেস্ক
___________________________


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, আজকের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের সকলেরই একটা শপথ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাই মিলে কিভাবে চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করা যায়, এই শপথ আমাদেরকে নিতে হবে। এমনকি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।

১০ই জানুয়ারি জাতির জনকের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন, রোগীরা যে আশা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসেন তা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে হবে।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও ১৯৭২ সালের ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর লন্ডনে সাংবাদিকরা যখন বলেছিলেন, ধ্বংসস্তুপে পরিণত বাংলাদেশকে নিয়ে আপনি কি করবেন? জবাবে বঙ্গবন্ধু বলেছেন, যদি বাংলাদেশের মানচিত্র থাকে, বাংলার জনগণ থাকে তবে স্বাধীন বাংলাদেশ একদিন সুখী, সমৃদ্ধ সুজলা, সুফলা বাংলাদেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর সেই কথা আজ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ, রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আব্দুস সোবহান প্রমুখসহ শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীরা।
সংবাদসূত্র: বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়