Ameen Qudir

Published:
2019-01-07 22:00:30 BdST

শুভদিনশিক্ষিকা মা ও ভাষাবিদ পিতার বিয়েবার্ষিকীর দিনেই শিক্ষা মন্ত্রী হলেন ডা. দীপু মনি


শিক্ষক মায়ের সাথে নতুন সরকারের শিক্ষামন্ত্রী ও প্রাক্তন সার্থক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি এমপি :ছবি সৌজন্য ডা. জয়নাল আবেদিন 

ডেস্ক
________________________

দিনটি ছিল শুভদিন। ডা. দীপুমনির পরিবারের অনন্য কল্যাণী দিন। এ দিনেই তার শিক্ষক মা এবং ভাষাবিদ পিতার বিয়ে হয়েছিল। বিয়ে বার্ষিকের সেই শুভদিনেই তিনি পেলেন শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পাওয়ার সুখবর। শিক্ষিকা মায়ের এই কন্যার ইচ্ছা ছিল শিক্ষক হবেন। মানুষ গড়ার কারিগর মায়ের আশীর্বাদে তিনিই হলেন বাংলাদেশের প্রথম নারী শিক্ষা মন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত বিভাগের সহকারী অধ্যাপক ডা. জয়নাল আবেদিন জানান, ডা. দীপু মনির বাবা এম এ ওয়াদুদ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও ৫৩-৫৪ সালের সাধারণ সম্পাদক (সূত্র: ভাষাবিদ এম এ ওয়াদুদ স্মারক গ্রন্থ) ও বিখ্যাত ভাষাবিদ যিনি জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দীপুআপার মা ৪২ বছর শিক্ষকতা করেছেন। আপার প্রথম পছন্দ ছিল রাজনীতিবিদ হওয়া এবং ২য় পছন্দ ছিল শিক্ষকতা। ৬ জানুয়ারী তাঁর বাবা-মা' র বিবাহ বার্ষিকী যেদিন তিনি শিক্ষামন্ত্রী হলেন। এ নিশ্চয়ই অনেক ভাললাগার ও গর্বের। অামরা নিশ্চিত, আমাদের দীপু আপা এবার জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্হার ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে একটি আধুনিক শক্ত কাঠামোর উপর প্রতিষ্ঠা করবেন।

শিক্ষা জাতির মেরুদন্ড। আমাদের দেশে শিক্ষা ব্যবস্হা নিয়ে জনমনে দীর্ঘদিন ধরে এক ধরনের হতাশা আছে। এমন একটি বিরাট চ্যালেন্জিং দায়িত্ব সৎ ও নিষ্ঠাবান মানুষ,আমাদের ডাঃ দীপু মনি আপাকে দেয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ইতিপূর্বে বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডাঃ দীপু মনি অামাদেরকে পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে সমুদ্র বিজয় এনে দিয়েছেন।

বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. ফারজানা আলম বলেন, রাজনীতিবিদ না হতে পারলে শিক্ষক হবেন, এই ছিল আপার ইচ্ছা। রাজনীতিবিদ হয়েছেন, শিক্ষামন্ত্রীও হলেন তার বাবা মায়ের বিয়ে বার্ষিকীতে। এ যেন সততা ও নিষ্ঠার প্রতিদানে প্রকৃতির সাজানো উপহার।


ডা. দীপু মনি সম্পর্কিত আরও খবরের লিঙ্ক
____________


https://daktarprotidin.com/manusher-jonno/3291/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8?fbclid=IwAR1lcekj48zb9Suajiyyhoc5-K4tE0PeDrkkMp-VIpPmmdtWH6mC9Cz9m8o

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়