Ameen Qudir

Published:
2019-01-02 21:44:53 BdST

উদযাপনসামনের পাঁচবছরের মধ্যেই বাংলাদেশ ও বাঙালি জাতির জীবনে তিনটি মাহেন্দ্রক্ষণ


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
_________________________________

আশ্চর্যজনকভাবে সামনের পাঁচবছরের মধ্যেই বাংলাদেশ ও বাঙালি জাতির জীবনে রয়েছে তিনটি মাহেন্দ্রক্ষণ-
.
২০২১ সালে সগৌরবে পালিত হতে যাচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।
.
২০২০ সালে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হবে স্বাধীন বাংলাদেশের স্থপতি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
.
২০২১ সালে পলিত হবে বাঙালি জাতির উন্মেষ ও বাংলাদেশ সৃষ্টির আতুরঘর বা সূতিকাগার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত 'ঢাকা বিশ্ববিদ্যালয়'র শততম প্রতিষ্ঠাবার্ষিকী।
________

আমাদের সৌভাগ্য যে আমরা এই পাঁচবছর মেয়াদেও এমন একটি সরকারকে রাষ্ট্রক্ষমতায় পেয়েছি যারা এই তিনটি বিষয়কেই ধারন করে রাজনীতি করে।

যারা স্বাধীনতা এনেছিলো একমাত্র তাদের হাতেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সবচেয়ে বেশী মানায়।

যে দলের নেতৃত্ব দিয়েছিলেন এই জাতির জনক সেই দলের হাতেই জাতির জনকের জন্মশতবার্ষিকী সবচেয়ে বেশী নিরাপদ।

যে দল জনগণের দল, যে দলের নেতৃত্ব কোন ক্যান্টনমেন্টে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সূতিকাগারেই জন্ম হয়েছিলো সেই দলের হাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী সবচেয়ে বেশী মানায়।

যারা এই বিষয়গুলো আমলেই নেয় না তাদের হাতে জাতি রাষ্ট্র ও নাগরিক কেউই নিরাপদ নয়।
আমাদের সৌভাগ্য যে তারা এবার রাষ্ট্রক্ষমতায় আসেনি।
জাতি তাদেরকে ঘৃণ্যভরে প্রত্যাখান করেছে।

_____________________________


ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়