Ameen Qudir

Published:
2018-12-21 23:36:14 BdST

সেমিনারচিকিৎসকদের যে তাগিদ দিলেন বিএসএমএমইউ উপাচার্য


 

 




তথ্য : ডা. কামরুল হাসান সোহেল ও ডা. কায়সার হেলাল
___________________________

বিএমএ-কুমিল্লা আয়োজিত পলিআর্থ্রাইটিস শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে ২০ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ কনক কান্তি বড়ুয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে চিকিৎসকদের পেশার প্রতি দায়বদ্ধতা, নবতর চিকিৎসা পদ্ধতির বিষয়ে আপ টু ডেট থাকা , উন্নত প্রশিক্ষন ও উচ্চতর শিক্ষার বিষয়ে তাগিদ দেন।

স্বনামধন্য হেপাটোলজিস্ট ও বিএমএ-কুমিল্লা'র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃইজাজুল হকের সঞ্চালনায় একটি প্রাণবন্ত ও শিক্ষনীয় সেমিনার উপহার দিয়েছেন প্রখ্যাত রিউম্যাটোলজিস্ট অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক এবং অধ্যাপক ডাঃ মোঃ আবদুল জলিল চৌধুরী। স্বাচিপ ও বিএমএ-কুমিল্লা'র সভাপতি ডা. আব্দুল বাকি আনিস ও বিএমএ-কুমিল্লা'র সাধারণ সম্পাদক ডা. আতাউর জসিম অনুষ্ঠানের জন্য সকল পর্যায়ের চিকিৎসকের ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডাঃ মহসিন-উজ-জামান চৌধুরী সহ কুমিল্লার সিংহভাগ কীর্তিমান চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেমিনারটি ছিলো অত্যন্ত উৎসাহব্যঞ্জক। সভাপতিত্ব ও প্রশ্নোত্তর পর্বটি প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কে এ মান্নান সুসম্পন্ন করেন। নেপথ্যে নিরলস কাজ করে গেছেন স্বাচিপ-কুমিল্লা'র সাধারণ সম্পাদক ডাঃ আলম মোরশেদুল প্রমুখ। কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডাঃ হাবিবুর রহমান পলাশের উপস্থিতি ও সান্নিধ্য বরাবরই ভিন্নমাত্রার। ডাঃ এম এ আউয়াল সোহেলের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা ও প্রাক্তন বিএমএ নেতাদের সম্মাননা পর্বটি স্বীকৃতি ও স্মারক হিসেবে তরুণ প্রজন্মের চিকিৎসকদেরকে প্রাণিত করেছে। সার্বিক ব্যবস্থাপনার আরেক নেপথ্য কারিগর ডাঃ মো: আলী টিপুকেও সবাই বিশেষ ভাবে ধন্যবাদ দেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়