Ameen Qudir

Published:
2018-09-26 23:08:40 BdST

স্মরনীয় চিকিৎসক অধ্যাপক রশিদ উদ্দিন আহমদকে সম্মান জানাল বিএসএমএমইউ





ডেস্ক
__________________________

স্মরনীয় চিকিৎসক অধ্যাপক রশিদ উদ্দিন আহমদকে সম্মান জানাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের :বিএসএমএমইউ। সত্তরে তিনিই ছিলেন দেশের একমাত্র নিউরোসার্জন। ড. রশিদের হাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে (তৎকালীন পিজি) নিউরোসার্জন বিভাগ প্রতিষ্ঠিত হয়।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ নিউরো সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক রশিদ উদ্দিন আহমদের নামে বিভাগের মিলনায়তনের নামকরণ করেছে। ২৫ সেপ্টম্বর বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এর উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আমিসহ আমরা যারা এখন দেশের নিউরো সার্জারিতে দক্ষতার সাক্ষর রাখছি তারা প্রত্যেকেই স্যারের ছাত্র ছিলাম। তার দেখানো পথেই আমরা এখনও এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিউরো সার্জারি বিভাগের বর্তমান চেয়ারম্যান এ টি এম মোশারেফ হোসেন। অনুষ্ঠানে নিউরো সার্জারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ অধ্যাপক রশিদ উদ্দিন আহমদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়