Ameen Qudir

Published:
2018-09-12 19:28:56 BdST

তোমারে যা দিতে পারি সে তোমারি দান: অগ্রজ প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দিল বিএসএমএমইউ




ডেস্ক
_______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষকবৃন্দকে সম্প্রতি সম্মাননা সংবর্ধনা দেয়া হয়েছে। বিএসএমএমইউর এ ব্লক অডিটোরিয়ামে “তোমারে যা দিতে পারি/সে তোমারি দান....অগ্রজদের উদ্দেশ্যে আমাদের সকৃতজ্ঞ
নিবেদন” শিরোনামে সংবর্ধনা দেয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ
সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা
আখতার রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল
হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখসহ সম্মানিত ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ,
শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যেসকল প্রাক্তন শিক্ষকবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন- বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নাক কান ও গলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. প্রাণ গোপাল
দত্ত, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক
ডা. মোঃ রুহুল আমিন মিয়া, সাবেক উপ-উপাচার্য ও শিশু বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী আলী কাউসার, বেসিক সায়েন্স ও
প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ডীন ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইকবাল
আর্সলান, প্যাথলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও নার্সিং অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক অসীম রঞ্জন বড়ৃয়া, নিউরোসার্জারী
বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আফজাল হোসেন, নাক কান ও গলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা.
আবু সফি আহমেদ আমিন, অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, শিশু
সার্জারী বিভাগ প্রাক্তন অধ্যাপক ডা. মোঃ শফিকুল হক, নিউরোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এ কে এম আনিসুল হক,
শিশু পুষ্টি ও গ্যাস্টোএন্টারোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. আইনুন আফরোজ, হেমাটোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক
ডা. মোঃ জলিলুর রহমান, অবস্ এন্ড গাইনী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার হোসেন, নিউরোলজি
বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার উল্লাহ, শিশু সার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মোঃ মতিউর রহমান,
প্যাথলজী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. তামান্ন চৌধুরী, কার্ডিওলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. নজরুল ইসলাম,
ফিজিওলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. নুরজাহান বেগম, ফার্মাকোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. নার্গিস আখতার, চর্ম
ও যৌন রোগ বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. আগা মাসুদ চৌধুরী, চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. আকরাম
উল্লাহ সিকদার, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. প্রজেশ কুমার রায়, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রাক্তন
অধ্যাপক ডা. মঈনুজ্জামান, অবস্ এন্ড গাইনী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. শায়েলা শামীম, ল্যাবরেটরী মেডিসিন বিভাগের
প্রাক্তন অধ্যাপক ডা. এ এন নাসিম উদ্দিন আহমেদ, মনোরোগ বিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম মিয়া,
চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. জাকির আহমেদ ও চক্ষু বিজ্ঞান বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডা.
নাজনীন খান।
তথ্যাদি বিএসএমএমইউর বিজ্ঞপ্তিতে পাওয়া।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়