Ameen Qudir

Published:
2018-05-30 02:02:50 BdST

'ভুল চিকিৎসার মিথ্যা অভিযোগে ডাক্তারদেরকে জনগণের কাঠগড়ায় তোলার এটা একটা নজির'


 

 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
___________________________

'চুয়াডাঙ্গায় ডায়রিয়ার রুগিকে কলেরার স্যালাইন দেওয়ার অভিযোগ।'

সময় টিভি স্ক্রলে এমন একটি খবরের প্রতি সচেতন চিকিৎসক মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

সাংবাদিকতার মান কতটা নিচুতে নামলে খবরের নামে এমন একটি অপখবর 'সময় টিভি'র মতো একটা প্রতিষ্ঠিত ও সমাদৃত টিভি চ্যানেলে আসতে পারে তা আমাদের কাছে অননুমেয়।

অবশ্য যে সমাজে সাংবাদিকেরা 'স্টেম সেল থেরাপি'র বাংলা অর্থ করে 'গাছের কাণ্ড দিয়ে চিকিৎসা' সে সমাজে সাংবাদিকদের কাছে এর চেয়ে বেশী কিছু আশা করাও পাপ।

ডায়রিয়া হলে রুগিকে কোন্ স্যালাইন দিতে হবে চিকিৎসাবিজ্ঞানের এই 'অ আ ক খ' জ্ঞানটুকুও যাদের নেই তারাই যখন চিকিৎসকের চিকিৎসার ভুল ধরতে আসেন তখন আসলে সাংবাদিক নামের এইসব আবাল সাংবাদিকদের জন্য জাতি হিসেবে আমাদের মাথা হেট হয়ে যায়!!

উপরের সংবাদটি দেখলে সাধারনের মাঝে এই প্রতীতিই তৈরি হবে যে চিকিৎসক একজন ডায়রিয়ার রুগিকে ভুল চিকিৎসা দিয়ে তার জীবনকে সংকাটাপন্ন করে তুলেছেন!!

কথায় কথায় কারনে অকারনে চিকিৎসকদেরকে ভুল চিকিৎসার মিথ্যা অভিযোগে জনগণের মনগড়া কাঠগড়ায় তোলার এটা একটামাত্র নজির!
এরকম আরো হাজার হাজার লাখ লাখ নজির প্রতিনিয়ত অবিরতভাবে তৈরি করে চলেছে এদেশের সাংবাদিকমহল!!
অবস্থাদৃষ্টে মনে হয় তারা সচেতন মনেই অত্যন্ত সুচারুভাবে এদেশের চিকিৎসকদের পেছনে লেগেছে!!
জানিনা কেন তাদের এই ক্ষোভ!!

আমরা বলছি না যে আমরা চিকিৎসকরা ভুলের উর্ধ্বে কিন্তু প্রবল আত্মবিশ্বাসের সাথে এটাও দাবি করছি যে চিকিৎসকের চিকিৎসার ভুল ধরার যোগ্যতা ও অধিকার -কোনটাই একজন অচিকিৎসক সাংবাদিকের নেই।

একজন সাংবাদিকের ভুল যে কেউ ধরতে পারে কিন্তু একজন চিকিৎসকের চিকিৎসার ভুল যে কেউ ধরতে পারে না।
চিকিৎসকের চিকিৎসার ভুল ধরতে ন্যূনতম একজন এমবিবিএস কিংবা তদুর্ধ্ব একজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন।

গায়ের জোরে কলমের অপব্যাবহার করে আপনারা একজন অসৎ কে সৎ বানাতে পারেন কিংবা একজন সৎ কে অসৎ বানাতে পারেন কিন্তু গায়ের জোরেই একজন অচিকিৎসক সাংবাদিক হয়ে আপনি চিকিৎসকের চিকিৎসার ভুল ধরতে পারেন না।
এটাই সত্য।
এটাই আপনাদের সীমাবদ্ধতা।
এটাই বাস্তবতা।
এই বাস্তবতা ও সীমাবদ্ধতা আপনাদের মানতেই হবে।।

স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটি আন্দোলন গণআন্দোলন এবং জনগণের অধিকার আদায়ে অনিয়ম ও অন্যায়ের বেড়াজাল ভাঙতে এইদেশের সাংবাদিকদের বরাবরই একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিলো।
আমরা চাই সাংবাদিকরা তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকা ধরে রাখুক।

তাই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উর্ধ্বতন সকল কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান-

যদি আপনারা সত্যিকারার্থেই চিকিৎসকের চিকিৎসার ভুল ধরতে চান,
যদি আপনারা "রুগিদের উপকার করতে চান' এমন ভান না ধরে সত্যিকারার্থেই রুগিদের উপকার করতে চান এবং
যদি আপনারা আপনাদের গৌরবোজ্জ্বল অতীতের নিরিখে আপনাদের আস্থা ধরে রাখতে চান-
তবে চিকিৎসাবিদ্যায় ন্যূনতম পারদর্শী এমন কাউকে দিয়ে 'চিকিৎসক ও চিকিৎসা' সংক্রান্ত নিউজ বিড করান।।
এটাই আমাদের দাবি।।
_______________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ

সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়