Ameen Qudir

Published:
2018-05-28 15:41:42 BdST

"বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের "


 

 

ডা. তারিক রেজা আলী
__________________________

প্রতিবারই একদিন না একদিন এ অভিজ্ঞতা হবেই। এ যেন বা অবশ্যম্ভাবী । সেহরির পর আর ঘুম আসতে চায় না। অথচ রাতে ঘুম হয়েছে মাত্র দু' ঘন্টা। সামনে পরে আছে পুরো দিনের কত কাজ। এপাশ ওপাশ করি। কিছুতেই কিছু না, কানে শুধু ভেসে আসে "বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের... " কিসের সাথে কি? কেন এই গান? মেলাতে পারি না। বাইরে বেরিয়ে পড়ি। কেন বিছানায় শুধু শুধু শুয়ে থাকা। এর থেকে ভালো সকাল হতে দেখা। সকাল হতে দেখা যেন এক নতুন শিশুর জন্মের মতো, ভীষণ পবিত্র এক মুহূর্ত। এতক্ষণ ছিল দোয়েলের শিস, এখন নাম জানা না জানা পাখিদের কিচিরমিচির আর চিৎকার ছাপিয়ে শোনা যাচ্ছে কাকের কর্কশ আওয়াজ। তাও কত সুন্দর! অন্ধকার ধীরে ধীরে চলে যাচ্ছে, সকালের আলো ফুটে উঠছে। আশে পাশের সব এখন দৃশ্যমান।

বেঁচে থাকা কি আনন্দের! সবার ভালো হোক। সবাই সুখে থাকুন।

"বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ।
রাই আমাদের রাই আমাদের, আমরা রাইয়ের, শ্যাম তোমাদের, রাই আমাদের ।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। "
____________________________

ডা. তারিক রেজা আলী। সহযোগী অধ্যাপক, রেটিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়