Ameen Qudir

Published:
2018-04-19 17:08:07 BdST

আহা জীবনরোগীর কান্নার বেগ বেড়ে গেল:আমি আরো কিছুদিন বাইচা থাকতে চাই বা'জান


জীবনের আকুতি জানাচ্ছেন এক বৃদ্ধা রোগী। হাসপাতালে এসেছিলেন তিনি জীবন শুশ্রুষার জন্য। প্রতিকী ছবি। ছবিচরিত্র বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের নয়।

 

 

ডা. গুলজার হোসেন উজ্জ্বল _____________________

রোগী এসে বলল বা'জান আমি মনে হয় বেশি দিন বাঁচমুনা। বলেই কান্না। ৭০ উর্দ্ধ জননী। সাথে তার পুত্র।
- এমন মনে হইল ক্যান গো মা?
- আবার আগের মত। শরিল দুর্বল লাগে, মাথা ঘুরে। রক্ত কইমা গেছে- বলে রক্তের রিপোর্ট বের করে দেখালো।

ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার রোগী। দীর্ঘদিন চিকিৎসা করে নিজেই বুঝে গেছে রোগের গতি প্রকৃতি আর পরীক্ষা নিরীক্ষার ইন্টারপ্রিটেশন।

আপনি তো ভালই ছিলেন। হঠাৎ এরকম কাউন্ট বেড়ে গেল কেন বুঝতেছিনা।

বা'জান আমি ওষুধ খাওয়া ছাইড়া দিছিলাম। গত মাসে রমজান আছিল। চাইরবেলা ওষুধ খাওয়া অসুবিধা। তাই ভাবলাম ভাল যখন আছি আপাতত ওষুধ বন্ধ করি। আল্লাহর কাম করি। মরতে তো হইব।

আমি বললাম তাহলে আর কান্নাকাটি কেন? আপনি তো ঠিক লাইনেই আছেন?

রোগী একটু থমকে গিয়ে বলল, মানে?

মানে হইল আপনি তো আল্লাহর কাম করতে চান, বেহেশতে যাইতে চান, চাননা? এই যে ওষুধ ছাইড়া দিছেন, রোজা রাখতেছেন ঠিক ভাবে- আপনি এখন দ্রুত বেহেস্তে চইলা যাইতে পারবেন।

রোগীর কান্নার বেগ বেড়ে গেল- " আমি আরো কিছুদিন বাইচা থাকতে চাই বা'জান......।

আহারে, জীবনকে সবাই ভালবাসে। যে সারাদিন বেহেস্তের স্বপ্নে বিভোর, আল্লাহর দীদার লাভের জন্য ব্যাকুল সেও মরতে চায়না। আরো কিছুটা দিন এই পংকিল দুনিয়াটা দেখে যেতে চায়।
______________________________

ডা. গুলজার হোসেন উজ্জ্বল । সুলেখক। সুরসাধক। লোকসেবী চিকিৎসক।

 

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়