Ameen Qudir

Published:
2018-03-07 16:24:25 BdST

বিএসএমএমইউ র প্রথম নারী উপ উপাচার্য অধ্যাপক ডা: শাহানা আখতার রহমান



ডেস্ক রিপোর্ট
_______________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় :বিএসএমএমইউ র প্রথম নারী উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন প্রখ্যাত লোকসেবী চিকিৎসক অধ্যাপক ডা: শাহানা আখতার রহমান ।
তিনি বিএসএমএমইউর পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও Professor of Paediatric Rheumatology ছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি তাঁকে উপ উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দিয়েছেন।
বিএসএমএমইউতে এই প্রথম কোন নারী চিকিৎসক উপ উপাচার্য হলেন।
সম্প্রতি বিএসএমএমইউর উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডা. জাকারিয়া স্বপনের অকাল প্রয়াণ ঘটলে পদটি শূণ্য হয়। অত:পর রাষ্ট্রপতি এই সুযোগ্য বরেণ্য শিক্ষাবিদকে এই পদে নিয়োগ দিলেন।

দেশের চিকিৎসক সমাজ , ডাক্তার প্রতিদিন পরিবারসহ স্বাস্থ্য পেশাজীবি সকলের তরফ থেকে দেশের প্রথম মেডিকেল উপউপাচার্যকে অভিনন্দন ও শ্রদ্ধা।

ডা: শাহানা আখতার রহমান বাংলাদেশের খ্যাতনামা অর্থ নীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড: আতিউর রহমানের স্ত্রী। তিনি তাঁর চিকিৎসা সেবা , অগ্রসর মুক্ত চিন্তা , সর্বশেষ মেডিকেল অগ্রগতির সচেতক হিসেবে উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সুপরিচিত ও প্রশংসিত।

তথ্য সহায়তা : ডা.Wanaiza Rahman

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়