Ameen Qudir

Published:
2016-12-03 02:36:22 BdST

ভারতে ওষুধ, ভিজিট, ইনভেস্টিগেশন ফি দুই তিনগুন বেশী : বোদ্ধারা কি বলবেন


 


ডা. আহসান হাবীব হেলাল
_____________________________


ভারতে ভ্রমণকালে শ্বাস তন্ত্রের সংক্রমণ (আর টি আই ) ভাল হচ্ছিল না বিধায় অ্যান্টিবায়োটিক কিনতে হয়েছিল। সেফু রক্সিম (Tab. Cefuroxime 500mg.) মূল্য প্রতিটি ট্যাবলেট আশি রুপি। আমাদের দেশে প্রতি ট্যাবলেটের মূল্য পয়তাল্লিশ টাকা। কৌতুহলবশত কয়েকটি ঔষধের মূল্য জিজ্ঞাসা করে জানলাম তাদের ঔষধের মূল্য আমাদের তুলনায় প্রায় দেড় গুণের বেশী।

বাংলাদেশের সমমানের ডাক্তারের ভিজিট ওখানে দ্বিগুণ। পরীক্ষা-নিরীক্ষার খরচ আমাদের তুলনায় দেড় থেকে তিনগুণ বেশি।
তাহলে যেসব বোদ্ধারা বলে থাকেন বাংলাদেশে কমিশন বন্ধ করলে চিকিৎসা ব্যয় চল্লিশ ভাগ কমানো সম্ভব, তাদের প্রতি সম্মান রেখে বলছি, ভারত বা অন্য দেশে কমিশন কি ষাট থেকে আশি পারসেন্ট ?
এটাকি সম্ভব?
______________________________

 

লেখক ডা. আহসান হাবীব হেলাল
সহযোগী অধ্যাপক , নিউরোলজি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়