Ameen Qudir

Published:
2017-11-11 13:57:56 BdST

বিএসএমএমইউতে এটিসিবির ঐতিহাসিক সাংস্কৃতিক উৎসব: মুগ্ধ সকলে


 

 

 

 

 

আহির ফা হিয়েন বুবকা


__________________________

 


৬ নভেম্বর এসোসিয়েশন অব থেরাপিউটিক কাউন্সেলরস অব বাংলাদেশ, এটিসিবি-র সপ্তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সভার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেদিন রাতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ছিল এক কথায় অনবদ্য , মনোমুগ্ধকর ও বিস্ময়কর।

 

Image may contain: 7 people, people standing

 

যারা অনুষ্ঠানটি উপভোগ করেন , তারা সকলেই স্বীকার করেন, বিএসএমএমইউতে এর আগে এত সুন্দর কালচারাল শো হয় নি। অতীতের সকল সাফল্যকে ছাড়িয়ে যায় এই অনুষ্ঠান।

 

ডাক্তার পেশাজীবীদের পক্ষে যে এত সুন্দর অনুষ্ঠান সম্ভব ; তা কেউ আগে কল্পনাও করেন নি।

 

Image may contain: 3 people, people smiling, people standing


সবার কাছে মনে হয়েছিল, কোন সাংস্কৃতিক গোষ্ঠির সুপরিবেশিত অনুষ্ঠান দেখছেন তারা।
সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন , বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপকবৃন্দ; শিক্ষক , শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলে।


এটিসিবির নিবেদিত প্রাণ কর্মীরা এতে পা্রণ মন ঢেলে অংশ নেন । যেমন ছিল অধ্যাপক বৃন্দের গান, অভিনয়, আবৃত্তি। তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীবৃন্দ গানে নাচে কথা মালায় সবাইকে মাতিলে তোলেন।
কঠিন প্রেম নামে নাট্যাভিনয় ছিল অনন্য একটি আয়োজন।
সবাই উপভোগ করেন। অনেকেই বলেন, কঠিন প্রেম দুর্দান্ত একটি সিনেমা।

Image may contain: 3 people, people smiling, people standing

 

 

কঠিন প্রেম নাটিকার অন্যতম মুগ্ধকরা অভিনেতা ডা. রাইসুল ইসলাম পরাগ ফেসবুকে তার এক মন্তব্যে জানান, শুধু লেখাপড়াই নয়,আমাদের শিক্ষকবৃন্দের কাছ থেকে আমরা সংস্কৃতি চর্চাও শিখি। অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার, স্যার এর গান ও কবিতা, এসোসিয়েট প্রফেসর সুলতানা আলগিন ম্যাম এর কবিতা আবৃত্তি, Asst prof Shelina Fatema Binte Shahid ম্যাম এবং Asst prof Sifat E Syed Auna এর গান ছিল
মনোমুগ্ধকর ।

Image may contain: 1 person, smiling, on stage


অন্যদিকে শিক্ষার্থীদের পারফর্মেন্স ছিল আকাশ ছোয়া সাফল্যে ভরপুর। শিক্ষকমন্ডলী ও শ্রোতাদর্শকরা অবাক হয়ে তাদের পারফরমেন্স দেখেন।

Image may contain: 3 people, people standing and people on stage

 


চ্যানেল হালুয়ার সেই বিখ্যাত 'টক শো', রং চা 'উইথ সুজি'। উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামীম লোকমান, ধারাভাষ্যকার ওয়ালিউল্লাহ কেরামত, উত্তরাধুনিক কবি সাইয়েদ মাতিন এবং RJ হট পিংক পিংকি!
স্ক্রিপ্ট : সমাপ্তি সওগাত

Image may contain: 1 person, standing


এটিসিবির ডা. সুলতানা আলগিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
সম্মেলনের রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সবাইকে বিমুগ্ধ করে।
সম্মেলন আয়োজনে এটিসিবির সকল সদস্য,কর্মী,পৃষ্ঠপোষকগন আন্তরিকতার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে,সবাইকে আমরা এটিসিবির উত্তরোত্তর অগ্রযাত্রায় পাশে পাব, এই প্রত্যাশা করছি।
_____________________________


আহির ফা হিয়েন বুবকা ; নির্বাহী সম্পাদক , ডাক্তার প্রতিদিন। এবং আইন শিক্ষার্থী।

 

Image may contain: 3 people

 

 

Image may contain: 3 people, people sitting

 


চিত্রে এটিসিবির আলোচিত সেই অনুষ্ঠান ও কিছু চিত্র

 

Image may contain: 2 people, people standing

 

 

Image may contain: 3 people

 

Image may contain: 2 people

 

Image may contain: 2 people, people smiling, people standing

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়