Ameen Qudir

Published:
2017-11-10 15:55:58 BdST

এটিসিবি-র সম্মেলনে বিএসএমএমইউতে মিলন মেলা ও উৎসব


 

 

 

আহির ফা হিয়েন বুবকা
__________________________


এসোসিয়েশন অব থেরাপিউটিক কাউন্সেলরস অব বাংলাদেশ, এটিসিবি-র সপ্তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সভার উদ্বোধনী অনুষ্ঠান প্রানবন্তভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ নভেম্বর।

 

Image may contain: 4 people, people standing

বিএসএমএমইউতে মিলন মেলা ও উৎসব

 

Image may contain: 3 people, people smiling, indoor

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান

 

 


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মেলনকে অর্থবহ ও মহিমান্বিত করে তোলেন , এজন্য এটিসিবির সকল সদস্য তার প্রতি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 

Image may contain: 4 people, indoor

উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপউপার্চায অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, মাননীয় উপউপার্চায অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, মাননীয় উপউপার্চায অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ-এর পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক আলম , বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহিত কামাল।
অনুষ্ঠানের চেয়ার পারসন ছিলেন সংগঠনটির সুযোগ্য নেতা বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের সম্মানিত চেয়ার পারসন সর্বপ্রিয় অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার। তিনি সকলের প্রতি এটিসিবির- পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।মনোজ্ঞ বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আবদুস সালাম মিয়া। 

 

Image may contain: 1 person, standing, flower and indoor

 

অনুষ্ঠানে সংগঠনের চেয়ার পারসন অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এবং সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন তাদের বক্তব্যে এটিসিবির সফল পথ পরিক্রমার নানা দিক তুলে ধরেন।

Image may contain: 1 person, standing and indoor

সুলতানা আলগিন তার বক্তব্যে বলেন,
নানা চড়াই উৎরাই পেরিয়ে এটিসিবি সকলের আন্তরিক সহযোগিতা , ভালবাসায় আজকের অবস্থানে এসে পৌঁছেছে। আমাদের সাধ্য কম; কিন্তু ভুক্তভোগী মানুষের কাছে সেবা ও যত্ন পৌছে দেবার স্বপ্ন অপরিসীম। আমাদের সকল স্তরের কর্মীর উদ্যম অফুরন্ত । এই উদ্যম ও উদ্দীপনাকে কর্মে রুপান্তরের কাজে আমাদের সুযোগ্য নেতা অধ্যাপক ঝুনু শামসুন নাহারের নেতৃত্বে আমরা সকলেই সদা তৎপর।

Image may contain: 11 people, people sitting


সুলতানা অালগিন বলেন,
আমাদের এই উদ্যোগ সফলায়নে দেশের স্বাস্থ্য সেক্টরের উপস্থিত সুযোগ্য নেতৃবৃন্দের সহযোগিতা চাই। তাদের আশীরবাদ চাই। চাই সূধীজনের একান্ত সহযোগিতা। সকলের শুভ কামনা ও সহযোগিতার মেলবন্ধনেই আমাদের কাজ ও স্বপ্ন নেবে বাস্তব রুপ।

Image may contain: 9 people, people sitting

 


তিনি বলেন,
মাননীয় ভিসি স্যারকে আজ কাছে পেয়েছি। এটিসিবির পথ চলার পরিক্রমায় ভিসি স্যারের আদেশ আমাদের পাথেয়। ভিসি স্যারের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা ও মূল শক্তি। বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগকে বিকশিত করার ক্ষেত্রে ভিসি স্যারের সদা সজাগ দিক নিরদেশনা আমাদের শক্তি।
শহীদুল্লাহ সিকদার স্যারকে গবেষনা বিকাশের কাজে সবসময় অভিভাবক হিসেবে পাচ্ছি। শরফুদ্দিন স্যার ও জাকারিয়া স্যারকে আমরা সকল সুখে দু:খে সমস্যার সমাধানে অভিভাবক হিসেবে পাশে পাই ; এসবই আমাদের সৌভাগ্য।
তাদের সকলের পৃষ্ঠপোষকতা আমাদের কাক্সিখত লক্ষ্যে নিয়ে যাবে বলে আমি গভীর ভাবে বিশ্বাস করি।

Image may contain: one or more people, people sitting and indoor


সাধারন সম্পাদক তার বক্তব্যে আরও বলেন,
আজকের সম্মেলন আয়োজনে এটিসিবির সকল সদস্য,কর্মী,পৃষ্ঠপোষকগন আন্তরিকতার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে,সবাইকে আমরা এটিসিবির উত্তরোত্তর অগ্রযাত্রায় পাশে পাব, এই প্রত্যাশা করছি। এবং আমাদের পরের অনুষ্ঠানমালায় সপ্রাণ অংশগ্রহন ও সহযোগিতা কামনা করছি।

 

সম্মেলনের রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ছান সবাইকে বিমুগ্ধ করে।
_____________________________
আহির ফা হিয়েন বুবকা ; নির্বাহী সম্পাদক , ডাক্তার প্রতিদিন। এবং আইন শিক্ষার্থী।

 

 

চিত্রে এটিসিবির আলোচিত অনুষ্ঠান

_________________________

__________________________

 

 

 

Image may contain: 2 people, people standing, flower and indoor

মনোজ্ঞ বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আবদুস সালাম মিয়া। 

Image may contain: 1 person, flower and indoor

Image may contain: 1 person, standing, flower and indoor

 

Image may contain: 8 people, people smiling, people sitting

 

 

Image may contain: 8 people, people smiling, people sitting

Image may contain: 14 people, people smiling, people sitting

 

 

Image may contain: 3 people, people smiling, people standing

 

Image may contain: 1 person, indoor

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়