Ameen Qudir

Published:
2017-09-18 21:03:44 BdST

বিএসএমএমইউর ওসিডি ক্লিনিক সচেতনতার বার্তা নিয়ে চট্টগ্রামে , বিপুল সম্মিলনী




 


ডাক্তার প্রতিদিন ডেস্ক
_____________________________

শখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউর ওসিডি ক্লিনিক টিম সচেতনতার বার্তা নিয়ে চট্টগ্রামে ।

১৮ সেপ্টেম্বর তারা অনন্য সিম্পোজিয়াম করেছে ইউএসটিসিতে। OCD ( Obsessive Compulsive Disorder) নিয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএসটিসির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ামহোদয় সহ ফ্যাকাল্টিজ, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞগন, নবীন সাইকিয়াট্রিস্টগন ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানটি দেশের মনোরোগ বিশেষজ্ঞদের মহতী এক সম্মীলনীতে পরিনত হয়।

 

 

গেস্ট অব অনার ছিলেন, বিএসএমএমউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার।

 

 

মনোজ্ঞ ও শিক্ষাসহায়ক এই আয়োজনের প্রাণপুরুষ ছিলেন,ইউএসটিসির মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিউল হাসান ।



বিশেষ অতিথি ছিলেন, ডিজি ডিবিএমএইচ অধ্যাপক ডা. মোহাম্মদ বদিউল আলম, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক , অধ্যাপক ডা. মো. আব্দুল মোতালেব, লে. কর্নেল সহযোগী অধ্যাপক জেসমিন আখতার।

 

 

কি নোট পেপার উপস্থাপন করেন,
বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক , ওসিডি ক্লিনিকের কনসালটেন্ট ডা. সুলতানা আলগিন।

 

অনুষ্ঠানে বিএসএমএমইউর ওসিডি ক্লিনিকের সদস্যরাও উৎসবমুখর পরিবেশে অংশ নেন।



উল্লেখ্য, বিএসএমএমইউর ওসিডি ক্লিনিক বর্তমানে OCD ( Obsessive Compulsive Disorder) রোগীদের সর্বাত্মক সুন্দর সুস্থ জীবন সহায়তায় সারাদেশে এক সুস্থতা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যা সারাদেশেই বিপুল ভাবে প্রশংসিত হচ্ছে।

 

 

এ ব্যাপারে ওসিডি টিম সদস্যরা এক বার্তায় জানান,

অপূর্ব আনন্দময় এক অভিজ্ঞতা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ও সি ডি ক্লিনিক টিম এবার OCD ( Obsessive Compulsive Disorder) নিয়ে চট্টগ্রামে.। ইউএসটিসিতে মনোজ্ঞ অনুষ্ঠান হল কিছু ক্ষণ আগে। ইউএসটিসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিলেন প্রতিষ্ঠানটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয়। অনুষ্ঠানে বিপুল অংশগ্রহন আমাদের ও সি ডি সচেতনতার আন্দোলন ও বিএসএমএমইউ কার্যক্রমকে আরও বেগবান করবে।

 

আমাদের সঙ্গে বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের সর্বপ্রিয় চেয়ারপারসন ও অভিভাবক অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার ম্যাডাম ছিলেন । তাতে সবার মধ্যে উদ্দীপনা ও উৎসাহ কাজ করেছে কয়েকগুন।
অনুষ্ঠান সফল করার জন্য টিম ও সিডির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

 

বিএসএমএমইউর ওসিডি ক্লিনিকের সদস্যসহ আরও যারা অনুষ্ঠানে নেন, তাদের মধ্যে ছিলেন , ডা. সাইয়েদুল আশরাফ কুশল, ডা. রাইসুল ইসলাম পরাগ , ডা.রায়হান সিদ্দিক ,ডা. ফাতেমা জুই জোহরা জ্যোতি, ডা.তাসলিমা ইয়াসমিন চেীধুরী পিংকি,ডা. আল ইমরান ,ডা. বিজয় কুমার , ডা.আনোয়ার হোসেন, ডা. শেগুপ্তা লিমা হক, ডা.নাসিরুদ্দিন আহমেদ জুয়েল প্রমুখ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়