Ameen Qudir

Published:
2017-08-27 15:30:30 BdST

মা কে জিজ্ঞাসা করলাম, আমার ছোটবেলার কোন ঘটনা তোমার বেশী মনে পড়ে?


 

 




ডা. তারিক রেজা আলী
_____________________________


মা কে জিজ্ঞাসা করলাম, আমার ছোটবেলার কোন্ ঘটনা তোমার সবচেয়ে বেশী মনে পড়ে? মার মুখ এক অনিন্দ্য সুন্দর হাসিতে ভরে উঠলো। তাঁর চার ছেলে-মেয়ে। সবার ছোটবেলা থেকে বড়বেলার সব কিছু তিনি নিপুণ দক্ষতায় মনে রাখতে পারেন। আমার প্রশ্নে কিছুক্ষণ চুপ করে থাকলেন। বুঝতে পারছি, স্মৃতির পুস্করণীতে ডুব সাঁতার খেলছেন তিনি। তারপর বললেন, "তুমি খুব ছোটবেলায়, মাত্র ১১ মাসে হাঁটতে শিখেছিলে। তোমার যখন এক বছরের কিছু বেশী বয়স, এক পা এক পা করে ঘরের বাইরে চলে গেলে একদিন। বর্ষা শেষের দিকে। সামনের মাঠে কিছুটা পানি জমে ছিল। তা এড়িয়ে ঠিক পৌঁছে গেলে সামনের বাড়ীর সিঁড়িতে। আমি জানালা দিয়ে দেখছি কি কর তুমি। সিঁড়িতে উঠতে এক হাত এক পায়ে ভর করে এরপর আরেক পা আরেক হাতের সাহায্য নিয়ে অনেক কসরত করে উঠলে তুমি ঐ বাড়ীর বারান্দায়। হঠাৎ দেখি, হাঁটু মুড়ে বসে বা হাত থেকে কি যেন ছাড়ানোর চেষ্টা করছো তুমি। পারছ না। কিছুক্ষণ চেষ্টা করে না পারার পর দিলে এক চিৎকার। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, অথচ আমি বের হতে পারছি না। তখন দেখি ঐ বাড়ীর কর্তা বের হয়ে এসেছেন, দ্রুত ছাড়িয়ে নিলেন বাম হাতে আটকে থাকা জোঁক! কোলে তুলে নিলেন তোমাকে।" গল্প শোনার পর বাম হাতের দিকে তাকিয়ে থাকি। অর্ধ শতাব্দী আগের ঐ ক্ষত খুঁজে পাওয়ার চেষ্টা করি। আলতো করে চুলকে দেই সে জায়গা! কোথায় আছেন, কেমন আছেন সেই ভদ্রলোক?
জীবনের এ পর্যন্ত আসতে কতজনের কত অযাচিত সাহায্যই না পেয়েছি। অর্বাচীন আমি, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা তো জানা নেই। আজকের সকাল আমার জন্য তো একটু ভিন্নই। আলোকজ্জ্বল চমৎকার এই সকালে সবার কাছে দোয়া-আশীর্বাদ প্রার্থনা করছি। কত কাজ বাকী। কত কিছু করতে, পড়তে মন চায়। সুস্থ ভাবে বেঁচে সেগুলো যেন করতে পারি।
"তোমার প্রকাশ হোক
কুহেলিকা করি উদ্ঘাটন
সূর্যের মতন ।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় ।"


____________________________

ডা. তারিক রেজা আলী , সহকারী অধ্যাপক , রেটিনা। বিএসএমএমইউ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়