Ameen Qudir

Published:
2017-08-15 05:33:40 BdST

বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীতে বিএসএমএমইউর কর্মসূচি


 



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্ব স্তরের শিক্ষক, চিকিৎসক-নার্স, কর্মকর্তা, কর্মচারিগণকে নিম্নলিখিত কর্মসূচিতে অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হচ্ছে :


~সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পপস্তবক অর্পণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে যাত্রা,
~৮টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ,
~সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাদান কার্যক্রম উদ্বোধন (সকাল ৯টায় থেকে শুরু করে দুপুর ২টায় পর্যন্ত চলবে)
~সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় স্বেচ্ছায় রক্তদান এবং
~দুপুর ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর কোরানখানি/দোয়া মাহফিল/তবারক বিতরণ ও দুপুর ১টা ৩০ মিনিটে অন্যান্য ধর্মাম্বলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান।


__________________________


বিএসএমএমইউ কর্তৃপক্ষ

 

 

 

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়