Ameen Qudir

Published:
2017-08-08 14:46:22 BdST

চোখের সামনে দেখা নিষ্ঠুর দুর্ঘটনা :কোথাও সে খবর দেখলাম না


 


 

 


ডা. সরদার আতিক

_________________________________________

 

কেমন আছেন তিনি ?
চোখের সামনে ঘটনাটা ঘটে গেল । ঘটনার আকস্মিকতায় অনেকক্ষন কোন কথা বলতে পারি নি । কারওয়ান বাজারের সেন্ট্রাল লাইফ ইন্সুরেন্সের সামনের ডিভাইডারের কাঁটা তার সরানো । ওখানে মাঝে মাঝে কিছু লোক রাস্তা পার হয় । আজ আমিও ফাঁকা পেয়ে পার হব বলে ঠিক করেছিলাম । কিন্তু রাস্তার অবস্থা সুবিধার মনে হল না । একটা দুটা গাড়ী আর বাইক সাই সাই করে ছুটে আসছিলো । ভয় পেয়ে পিছিয়ে গেলাম । ঠিক তখনই একটা শব্দ হল । আমার থেকে একটু এগিয়ে থাকা এক বোরকা পরা মহিলাকে দেখলাম দাড়িয়ে আছে আর তার পায়ের কাছে পরে আছে মোটর সাইকেল । যাত্রীকে খুঁজতে চোখে পড়ল একজন রাস্তায় পড়ে ঝাকুনি খাচ্ছে । মুখ ফেটে তার রক্ত বেরিয়ে আসছে । হেলমেটটা দূরে ছিটকে পড়েছে ।

আর ঠিক তখনি আরেকটি গাড়ী এসে ঘ্যাচ করে ব্রেক কষলো । মহিলার সাথে আরো একটি লোক হলুদ গেনজি নিল জিন্স পড়া , তাকে দেখলাম গাড়ীর ধাক্কায় তিন কি চার ফিট উপরে উঠে রাস্তার উপর ধপাশ করে আছাড় খেয়ে পড়তে । ভাবলাম গেল । এদিকে মোটর সাইকেল আরোহীকে একটা সিএনজিতে উঠানো হল । তার বাইকটা নিয়ে যাওয়া হল ইনসুরেন্স অফিস ভবনে । গাড়ীর ধাক্কায় যে লোকটা ছিটকে পড়েছিল মুখে পানির ছিটা পেয়ে সেও উঠে দাড়াল । বাইকের পিছনে এনটিভির লোগোটা চোখে পড়ল হঠাৎ । এক উপস্থাপিকার সাথে পরিচয় ছিল । তাকে ফোন দিয়ে জানালাম । তারপর অসহ্য একটা কষ্ট নিয়ে ......।
এখন অবদি ফেইস বুকে বা টিভিতে কোন খবর পেলাম না । জানি না সে কেমন আছে ।

_______________________________

ডা. সরদার আতিক । কনসালটেন্ট, মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়