Ameen Qudir

Published:
2017-05-15 22:57:12 BdST

"কে জানে হয়ত আম্মুর সাথে কাটানো এটাই আমার শেষ মা দিবস"


 

 

 

ডাক্তার প্রতিদিন
__________________________

শিরোনামটির প্রতিটি অক্ষরে এক সন্তানের শোকের আকুল কান্না ; অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন জননী অনন্ত মঙ্গললোকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যার সহকারী অধ্যাপক ডা. সিফা্ত ই সাঈদ তার প্রিয়তম মাকে নিয়ে এই শোক কান্না বিধুর কথা গুলো লিখেছিলেন মা দিবসের মুহূর্তে।

লিখেছিলেন , "এটা আমার আম্মুর আগের ছবি। আজকের ছবি দেয়া যাবেনা, কারণ আজকে আম্মুর চেহারাটা ভয়াবহ। নাকে অক্সিজেন, হাতে স্যালাইন, মাথায় চুল নাই, চেহারা কাল হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কথাবার্তা অসংলগ্ন। তবুও মা দিবসে আজকে আম্মুর এই সুন্দর ছবিটা শেয়ার করলাম। কে জানে হয়ত আম্মুর সাথে কাটানো এটাই আমার শেষ মা দিবস।"

মহিয়সী সেই মা সারোয়ারী সাঈদ পারুল। সর্বজন শ্রদ্ধেয়া ছিলেন তিনি। ছিলেন সর্বপ্রিয়। সদা হাসিমুখ । সবার কল্যাণে নিবেদিত। ১৫ মে অনন্ত মঙ্গললোকে পাড়ি দিয়েছেন এই কল্যাণজননী।

টিম ডাক্তার প্রতিদিন পরিবার, সম্পাদক বর্গ র তরফ থেকে শোকার্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা।
মা জননীর এই অম্লান ছবি পৃথিবীর বুকে টিকে রইবে জননীর কল্যান রুপে্ ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়